পূজা উপলক্ষে জুম অ্যাপসের মাধ্যমে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ পূজারীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি ধর্মীয় বাধ্যবাধকতার আলোকে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

১৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন আয়োজিত অন লাইন জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্টিত সভায় সভাপ্রধানের বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান।

তিনি করোনাকালীন সময় আড়ম্বরভাবে পূজার আয়োজন না করায় পূজা উদযাপন পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, পূজার বাহিয্যিক আয়োজনই বড় কথা নয়, বড় কথা হলো ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিয়মসিদ্ধ পূজা সম্পন্ন করা। স্বাত্তিক পূজার মাধ্যমেই দেবীর সন্তোস্টি কামনাসহ সমাজের মঙ্গল চিন্তা করা সম্ভব। আমাদের সকলেরই লক্ষ্য রাখতে হবে উৎসব পালন করতে গিয়ে যাতে স্বাস্থ্যনিতি ব্যাহত না হয়। তিনি মন্ডপে দর্শনার্থী প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটেশনের ব্যবস্থা, নারী পুরুষের জন্য আলাদা আলাদা প্রবেশ পথ রাখা , মন্ডপে দর্শনার্থীদের সামাজিক দুরত্ব বজায় রাখা,সিসি ক্যামেরা স্থাপন, বিকল্প আলোর ব্যাবস্থা গ্রহন করা, পরিচয়পত্রসহ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীকে কার্যকর রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আজ থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষন অভিযানের সফলতায় সকলের সহোগীতা কামনা করেন। তিনি উৎসবের দিনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তিনি শারদীয় উৎসবের সফলতা ও কামনা করেন।

সভার শুরুতে বিগত বছরের প্রতিবেদন পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মু্ক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারি পরিচালক অসিত কুমার দাস।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ সভাপতি নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, মতলব উত্তর উপজেলার সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিন উপজেলার সভাপতি কিশোর কুমার ঘোষ, ফরিদগন্জ উপজেলার সভাপতি হিতেষ শর্মা, কচুয়া উপজেলার সাধারন সম্পাদক বিকাশ সাহা, হাজীগন্জ উপজেলার সভাপতি রুহিদাস বনিক, শাহরাস্তি উপজেলার সাধারন সম্পাদক অমৃত রন্জন টুটন।

সকলেই স্ব স্ব পূজা মন্ডপ দর্শনের জন্য জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদেরকে আমন্ত্রন জানানোসহ করোনা ভাইরাস মোকাবেলায় নিয়ম রক্ষার পূজা করার সিদ্ধান্ত গ্রহনের কথা জানান। অনলাইন জুম অ্যাপসের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চাঁদপুরে কর্মরত কর্মকর্তাগনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগনও সভায় যোগদান করেন।

Loading

শেয়ার করুন: