প্রাথমিক শিক্ষায় চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ হলেন যারা

হাসনা জাহান ॥

প্রাথমিক শিক্ষক পদক ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বাছাই পর্বে শ্রেষ্ঠ হয়ে এসেছেন । এই তালিকায় রয়েছে শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি প্রতিষ্ঠান, কর্মকর্তার নাম ।

প্রাথমিক শিক্ষক পদক ২০২২ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদরের উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিএম মুসলেম উদ্দিন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মতলব দক্ষিণ উপজেলার ১৪৪নং নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হালেমা খাতুন ।

শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুহাম্মদ আনোয়োর হোসাইন। শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জের ৪০নং মাতৈন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসা : শারমিন আকতার।
শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে শাহরাস্তির শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদরের ভাষাবীর এম,এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মো: আল মামুন পাটওয়ারী।

শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন সিহিরচো,কালচোঁ হাজীগঞ্জ,চাঁদপুরের জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি)।

শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন শাহরাস্তির ভডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস।

ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়ে জেলায় শ্রেষ্ঠ হয়েছে মতলব দক্ষিণের চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন হাজীগঞ্জের মোহাম্মদ শাহজাহান।

শেয়ার করুন: