
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনু্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩০ মার্চ বিকাল ৩টায় ক্যাপে কর্ণারের ৪র্থ তলায় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের নব নির্বাচিত সহ-সভাপতি কবির হোসেন মিজি, সহ-সভাপতি এস এম সোহেল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন,দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম, সাইফুল আজম, আল মামুন।
আলোচনায় সংগঠনের ইফতার করার জন্য উপ কমিটি করা হয়, কমিটির আহ্বায়ক সাইফুল আজম, সদস্য সচিব শেখ আল মামুনকে নির্বাচিত করা হয়। আগামী ২৩ রমজান সংগঠনের ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়।
এ ছাড়া কার্যকরী কমিটির শূনো পদে গোলাম মোস্তফার নাম প্রস্তাবনা আসায় সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফাকে সংগঠনের শূনো পদে অন্তঃভুক্ত করা হয়।
এ ছাড়াও মানিক দাসের সদস্যকে তার আবেদনের প্রেক্ষিতে পুনরায় বহাল রাখা হয়।