
নিজস্ব প্রতিবেদক ॥
ফরিদগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ খ্রীঃ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ১৪ ই মার্চ মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় ফরিদগঞ্জ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফুটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল এর সভাপতিত্বে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম,চাঁদপুর পাসপোর্ট অধিদপ্তরের উপ -পরিচালক মোঃ ইউছুফসহ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক মোহাম্মদ এমদাদুল ইসলাম মিঠুন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের জ্যামিতি বক্স উপহার প্রদান করেন ।