ফরিদগঞ্জে শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা

ফরিদগঞ্জ প্রতিবেদক:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা , গনভোজ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি এক পর্যায়ে আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতির মধ্যে দিয়ে জনসুমুদ্রে পরিনত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে এবং জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু ও সাইফুল ইসলাম রিপনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শওকত আলী, এইচ এম হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ষহিদ উল্ল্যা তপদার, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, উপজেলা যুব লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্মআহ্বায়ক হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ভূঁইয়া ইরান, আকবর হোসেন মনির, ছাত্র লীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার এবং আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খান। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসিজদের খতিব মাও. মমিনুল ইসলাম খান।

এদিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সভা স্থলে উপস্থিত হয়।

Loading

শেয়ার করুন: