ফরিদগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে সভা

ফরিদগঞ্জ প্রতিবেদক॥

সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে ২৫ অক্টোবর সকালে ফরিদগঞ্জ উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.জাহিদুল ইসলাম রোমান।

এ সময় তিনি বলেন, এদেশ সবার, এদেশে সবাই মিলে থাকার অধিকার রয়েছে। আমাদের ইসলাম ধর্ম ,শান্তির ধর্ম। সভায় আগত বিভিন্ন মসজিদের ইমাম গন বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান বলেন-ইসলাম কখনও অন্য ধর্মেও উপর নিজ মতাদর্শ চাপিয়ে দেয়নি। মুসলমানরা যখন মক্কা বিজয় করল, তখনও কোন অমুসলিমের উপর অত্যাচার করা হয়নি। কাউতে পবিত্র মক্কা নগরী ত্যাগ করতে বাধ্য করা হয়নি। পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক বলেন- তোমাদের দ্বিন (ধর্ম) তোমাদের জন্য আমাদের দ্বিন( ধর্ম) আমাদের জন্য। বিভিন্ন মসজিদের ইমামগন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে হযরত মুহম্মদ (সা:) এর বিদায় হজে¦র ভাষনের গুরুত্ব বর্ণনা করেন।

থানার অফিসার ইনসার্জ মো. শহিদ হোসেন গুজবে কান দিয়ে আবেগতাড়িত হয়ে কোন সির্ধান্ত ব্যপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলেন।

উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদারেসিন ফরিদগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ এ.কে.এম মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনসার্চ মো. শহিদ হোসেন, ঐক্য পরিশোধের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, পূজা উদ্যাপন কমিটির সভাপতি হিতেশ সর্ম্মা। সাধারন সম্পাদক লিটন দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জি.এস তছলিম।

সভায় ইউপি চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম, মন্দিরের পরোহিত সহ সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: