
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জে খাবার হোটেলসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলাবর (১৬ মে) দুপুরে উপজেলার কামতা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস দল।
নুরু হোসেন জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ জেলার ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্য তালিকা না থাকায় এবং হোটেলে দধিতে লেদা পোকা পাওয়ায় ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানের মধ্যে সমবায় কামতা স্টোরকে ৫হাজার টাকা, রাসেল হোটেলকে ৩হাজার টাকা এবং রিফাত হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তার অধিকার রক্ষায় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।