
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ ॥
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের ১০২জন মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকালে ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন। ফরিদগঞ্জ উপজেরা নিবার্হী অফিসার তাসলিমুনেসা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম তসলিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.মোহাম্সাদ আলী জিন্নাহ,উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা এম এ কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম রোমান বলেন, পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলায় এই ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। প্রত্যেক উপজেলায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা ছাড়া) নবম ও দশম শ্রেণির মেধাবী ৩জন করে ৬জনকে এই ট্যাব প্রদান করা হবে। অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে মেধাক্রমে এক থেকে তিন পর্যন্ত যেসব শিক্ষার্থী তারাই এই ট্যাব পাবে।