ফায়ার সার্ভিস কর্মীরা জনসাধারণের জানমাল রক্ষায় এগিয়ে আসে:জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খান বলেছেন,যে কোন দূর্ঘটনায় ফায়ার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফায়ার সার্ভিস এর কাজটি খুবই ঝুঁকিপূর্ণ।এই পেশায় যারা কাজ করছেন তারা প্রতিনিয়ত নিজের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স এর কাজকে আরো সহজ ও সমৃদ্ধ করার জন্য সাধারণ মানুষকে আরো সচেতন করে তুলতে হবে।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর এর স্টেশন প্রাঙ্গনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মানুষ সচেতন না হলে, সে যত বড় মানেরই হউক না কেন তাকে জীবন দিতে হবে। সাধারণ মানুষের মাঝে দূর্ঘটনা প্রতিরোধে বেশী করে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। এই কাজটি করার জন্য ফায়ার সার্ভিসের সাথে সংশ্লিষ্টরাসহ সকলেই এগিয় আসা উচিৎ।

তিনি আরো বলেন, দূর্যোগ মোবাবেলায় সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ অত্যন্ত প্রশংসনীয় স্থান পেয়েছে। এই সংস্থার প্রতিটি কর্মীর কাজের দক্ষতাই তাদের এই স্থানে নিয়ে এসেছে। মানুষ মানুষের জন্য কাজ করে। নিজের জীবন দিয়েও ফায়ার সার্ভিস কর্মীরা জনসাধারণের জানমাল রক্ষায় এগিয়ে আসেন এমন উদাহরণ রয়েছে। তাদের এই সপ্তাহব্যাপী কার্যক্রম এর সফলতা কামনা করেন জেলা প্রশাসক।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর এর উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্র্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ারম্যান খোকন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সিনিয়র স্টেশন অফিসার আরিফুর রহমান।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি যান্ত্রিক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মী এবং শিক্ষার্থীরা ।

Loading

শেয়ার করুন: