প্রতিনিধি ॥
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি বলেছেন,বই পড়লে নিজস্ব একটা জগৎ তৈরি করা যায়,নিজের জন্য আনন্দ তৈরি করা যায়,বই পড়া নিজেকে খুশি করার জন্য ভালো একটা উপায়। আমাদের জাতির পিতা একজন রাজনীতিবিদ ছিলেন। তিনিও বই পড়াকে ভালবাসতেন । পুথি সরনি’র মাধ্যমে এই যে মাত্র ১০ টাকা মূল্য দিয়ে একটি বই পাওয়া এটি নিসন্দেহে ভালো কাজ। তিনি পূর্নয় এর আয়োজনে পুথি সরণি চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে শনিবার বিকালে উদ্ভোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে । বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন। একটি সুস্থ, সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বড় মনের মানুষ হওয়ার জন্য বইয়ের সান্নিধ্যে আসতেই হবে।
মন্ত্রী বলেন, বই পড়লে নিজে আনন্দে থাকা যায়, নিজে যদি আনন্দে থাকি তাহলে সবাইকে আনন্দে রাখা সম্ভব। আজকাল মোবাইল ফোনের জন্য সব কিছুই হারিয়ে যাচ্ছে বই পড়াটাও তারমধ্যে একটা বড় শিকার, তারপরও আমি মনে করি আমাদের যে প্রতি বছর বই মেলা হয় সেখানে কিন্তু বই বিক্রি বাড়ছে। আমাদের ভাগ্য ভালো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু শুধু একজন ভালো বইয়ের গুনমুগ্ধ পাঠক তা নন, তিনি কিন্তু একজন ভালো সুর লেখকও বটে।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ৩০০ টি উপজেলায় পাইলট বেসিসে বইপড়া কর্মসূচি চলছে । আমরা চাই এটাকে প্রত্যেকটি উপজেলায় এটিকে নিয়ে যেতে। শিক্ষার্থীরা যদি পড়াশোনার মধ্যে থাকে তাহলে কিন্তু সামাজিক যে ব্যাধি গুলো আছে সেগুলোর মধ্যে যাবেনা, বইয়ের প্রতি যদি মনোযোগী হয় তহলে মাদকের সমস্যা ইভটিজিং এর সমস্যা গুলো কমে যাবে। আমি আশাকরি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই অন্তত পক্ষে সময় কাটানোর জন্য হলে বই পড়া শুরু করবো।
পূর্নয় এর এডভাইজার নাজমুল হাসান তারেক এবং সাধারণ সম্পাদক মাহি কানিজের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার মিলন মাহমুদ, মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল,পুর্নয়ের কর্মকর্তা আনাস ইবনে আলমগীর।
পরে শিক্ষামন্ত্রী পুরাণ বাজার ডিগ্রি কলেজে চতুর্থ শিল্প বিপ্লব সমৃদ্ধ বাংলাদেশের জন্য স্টিম শিক্ষা ও প্রশিক্ষণের উদ্ভোধন করেন।