বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

আনোয়ারুল হক:

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের বাসস্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপিস্থত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল ভূইয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব, সিনিয়র যুগ্ম-সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, যুগ্ম-সম্পাদক অ্যাড.জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দেশ স্বাধীনতা পেয়েছে। একাত্তরের স্বাধীনতাবিরোধী একটি চক্র এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নরম মনের অধিকারী। তাই অনেক ধৈর্য ধারণ করেছে। কিন্তু আর নয়। জাতির পিতার প্রশ্নে আর কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের সকল উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানান তারা।

Loading

শেয়ার করুন: