বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৩ নভেম্বর) সকালে জেলা পরিষদের হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা পরিষদের পুন:নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। কমিটির সদস্য হিসেবে জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র সভায় অংশগ্রহণ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করবো। জেলা পরিষদের উন্নয়নমূলক কাজগুলো সকলের সমন্বয়ে করা হবে। এ জন্য সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। জেলা পরিষদের সকল সদস্য জনকল্যাণে কাজ করলে চাঁদপুর জেলা পরিষদের সুনাম অক্ষুন্ন থাকবে। আশা করি যারা সদস্য হিসাবে নির্বাচিত হয়ে এসেছে, তারা সকলে জনবান্ধব বলে ভোটাররা তাদেরকে মূল্যায়ন করেছে। ভোটারদের মূল্যবান ভোটের মর্যাদা সবাইকে রাখতে হবে।

তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করলে দ্রুতই সকল সদস্যগণের স্ব স্ব ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ যথাসময়ে হবে। আমাদের সবাইকে জনগণের সেবার মান বৃদ্ধি করার মনমানসিকতা থাকতে হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ গাজী মাইনুদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বি এইচ কবির আহমেদ, হাজীগঞ্জ পৌর মেয়র মাহবুবুউল আলম লিপন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, জেলা পরিষদ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডের মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ২নং ওয়ার্ডের খোরশেদ আলম, ৩নং ওয়ার্ডের আলী আক্কাছ, ৪নং ওয়ার্ডের মো. আল-আমিন ফরাজী, ৫নং ওয়ার্ডের মো. আলাউদ্দিন সরকার, ৬নং ওয়ার্ডের তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মো. বিল্লাল হোসেন ও ৮নং ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ১নং ওয়ার্ডের (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) আয়শা রহমান, ২নং ওয়ার্ডের (মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া) তাছলিমা আক্তার ও ৩নং ওয়ার্ডের (হাজীগঞ্জ ও শাহরাস্তি) জান্নাতুল ফেরদৌসী।

শেয়ার করুন: