বাগাদী চৌরাস্তা অস্থায়ী গরুর হাট পরিদর্শন করলেন সদর ইউএনও

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী চৌরাস্তা ঐতিহ্যবাহী কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।শনিবার (১৭ জুলাই) তিনি সরেজমিন গরুর হাটের স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন বাগাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, হাট ইজারাদার জাকির হোসেন খানসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ।

এই বিষয়ে ইউএনও ফেসবুকে লিখেন, বাগাদী অস্থায়ী গরুর হাটে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না তা যাচাই করা হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। পরিলক্ষিত হয় যে, সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে মাস্ক পরার জন্য এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার জন্য। এছাড়া বাজার ইজারাদার মাস্ক সরবরাহ করছেন মর্মেও পাওয়া গিয়েছে।

জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে গরুর হাটে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রত্যেকের নিজ নিজ সুরক্ষাই পারে সামগ্রিক সুরক্ষা তৈরি করতে।

Loading

শেয়ার করুন: