বাজার পরিদর্শনে পুলিশ সুপার

বৃহস্পতিবার শহরের বিপনীবাগ বাজারের স্থানান্তরিত কাঁচাবাজারস্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।

তিনি স্থানান্তরিত এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি ব্যবসায়ী ও বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

তিনি বলেন, সবার ভালোর জন্য মহামারি করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এই স্থানান্তর। পরিস্থিতি ভালো হলে যেন আপনারা যেন মূল বাজারে যেতে পারেন, সেটির বা আদেশও সরকার যথা সময়েই দেবে। নির্দিষ্ট সময় আসবেন নির্দিষ্ট সময়েই ক্রেতা- বিক্রেতা চলে যাবেন। এসময় তার সাথে ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সহসভাপতি এএইচ এম আহসান উল্লাহ, সদর মডেল থানার ওসি আবদুর রশিদ, ওসি তদন্ত সুজনসহ মডেল থানার পুলিশ সদস্যর। পরে তিনি পালের বাজারের স্থানান্তরিত এলাকা ঈদগাহ কাঁচা বাজারও পরিদর্শন করেন।

উল্লেখ্য, এর আগে গতকাল কঠোর লকডাউনের প্রথম দিনেও পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের অন্জনা খান মজলিশ সকাল থেকে টানা কয়েক ঘন্টা বাজার স্থানান্তর নিজেরা দাঁড়িয়ে প্রত্যক্ষ করেন এবং তারা নিজেরাও নির্দেশনা দেন।

Loading

শেয়ার করুন: