বালিয়া ইউনিয়নের ২নং কেন্দ্রে ত্রিমুখী সংঘর্ষ, আটক ১

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচনে ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে ত্রিমুখী সংঘর্ষ অনুষ্ঠিত হয়। এতে ১ জন আটকসহ কয়েকজন আহত হন। সংঘর্ষের কারনে ১ ঘন্টা ভোট গ্রহন বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহন শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপুর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ চললেও সকাল সোয়া ১১টার দিকে কতিপয় লোকজন দলবেধে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করতে থাকলে ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জাহিদ খান (ফুটবল), মোঃ তাজুল ইসলাম (তালা) ও মোঃ দুলাল দিদার মোরগ প্রতীকের সাথে সংঘর্ষ দেখা দেয়। একপর্যায়ে মোরগ ও নৌকা যোগ হয়ে ফুটবল ও তালার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষই দেশীয় মারাত্বক অস্ত্র শস্ত্র নিয়ে উভয়ের উপর ঝাপিয়ে পড়ে। তাদের ছুড়া পাথরের আঘাতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ১৪ রাউন্ড শট গানের গুলি ছোড়েন।

এমনি পরিস্থিতিতে ভোটগ্রহন কার্যক্রম স্থগিত হয়ে পড়লে ১ ঘন্টা পড় প্রিজাইডিং অফিসার মোঃ আলমগীর হোসেন পুনরায় ভোট গ্রহন শুরু করলেও ভোটারদের উপস্থতি তেমনভাবে চোখে পড়েনি। তবে সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ছুটে আসেন এবং তারা পরিস্থিতির উপর কঠোর নজরদারী অব্যাহত রাখেন। ঘটনা চক্রের সাথে জড়িতদের বিরুদ্বে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে দায়িত্বরত পুলিশের এস আই কামাল হোসেন জানান।

এ কেন্দ্রের আইনশৃঙ্গলা রক্ষায় প্রথম থেকেই ৯ জন পুলিশসহ ১৪ জন আনসার ভিডিপির সদস্যরা নিয়োজিত রয়েছেন। কেন্দ্রে মহিলা, পুরুষসহ মোট ভোটাররের সংখ্যা ১৮০২ জন। তবে সকালের দিকে অনেকেই লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেলেও সঘর্ষের পর তেমনভাবে ভোটারের উপস্থিতি চোখে পড়েনি।

Loading

শেয়ার করুন: