বালিয়া ইউপি চেয়ারম্যান টিকা নিয়ে উদ্বোধন করলেন গণটিকা কার্যক্রম

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম নিজে টিকা নিয়ে ইউনিয়নের গণটিকার কার্যক্রম উদ্বোধণ করেন।

শনিবার সকালে তিনি নিজে লাইনে দাঁড়িয়ে গণটিকা গ্রহন করেন। শনিবার সারাদেশে এক যোগে গণটিকা কার্যক্রমে শুরু হয়।

সারা দেশের ন্যায় বালিয়া ইউনিয়নে গণটিকা গ্রহনের জন্য ব্যাপক সারা পড়ে। বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিজির সার্বিক তত্ত্বাবধায়নে ২৫ বছরেরউর্দ্ধে নারী পুরুষ যুবক, বৃদ্ধ সবাই টিকা কেন্দ্রে ছুটে আসেন, এবং টিকা গ্রহন করেন। বালিয়াতে করোনার থেকে মুক্ত থাকার জন্য, একটু স্বস্তিতে নিঃস্বাস নেওয়ার জন্য টিকা কেন্দ্রে টিকা নেওয়ার জন্য মানুষের উপস্থিত পড়েছে চোখে পড়ার মত।

বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন সারা দেশের ন্যায় বালিয়া ইউনিয়নে ও গণটিকা নেওয়ার জন্য সবাই ছুটে আসে। আগে থেকেই নিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে উৎসাহ করা হয়েছে। সবাই আনন্দের সাথে টিকা গ্রহন করেছে। সামাজিক দূরত্ব বজিয়ে রেখে সবাই টিকা গ্রহন করেন।

Loading

শেয়ার করুন: