বিভাগীয় ভলিবল টুর্নামেন্টে আজ চাঁদপুর প্রথমে খেলবে চট্টগ্রামের সাথে

স্পোর্টস রিপোর্টার:

চট্টগ্রাম বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ ভলিবল টুনামেন্ট। আজ সোমবার সন্ধা ৭ টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন বিভাগীয় কমিশনার।এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা ক্রীড়া সংস্থার ভলিবল দল।

সকাল ৯টায় শুরু হবে এ টুনামেন্টে অংশ নেয়া গ্রুপ অনুযায়ী জেলা দলগুলো’র খেলা। চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স এর ভেণ্যুতে খেলাগুলোর আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ। রোববার দুপুরে টুর্নামেন্টে অংশ নেয়া উপলক্ষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে চাঁদপুর । তাদেরকে বিদায় জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

চাঁদপুর জেলা দলটি আজ সোমবার সকাল ৯ টায় প্রথম খেলায় অংশ নেবে শক্তিশালী চট্টগ্রাম জেলা ভলিবল দলের সাথে। বিকেল ৪ টায় চাঁদপুর খেলবে রাঙ্গামাটির জেলার সাথে। এরপর সন্ধায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে রাত ৯ টায় প্রথম পর্বের শেষ ম্যাচে অংশ নিবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে।

দলটির টিম ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করবেন ভলিবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আকরামুল হাসানাত ঐশ্বি। দলের খেলোয়াড়রা হলেনঃ- ইমন,দিদার,রুপম,মাহফুজ,জাহিদ,আল-আমিন, সিহাব, রাকিব, ও রাকিবুল। দলে নেয়া বহিরাগত কোটায় দু’ভলিবল খেলোয়াড় সোমবার সকালে দলের সাথে যোগ দিবেন।

Loading

শেয়ার করুন: