
নিজস্ব প্রতিবেদক ॥
ভাষাবীর এম এ ওয়াদুদ এর সহধর্মীনি ও শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপির রত্নগর্ভা মমতাময়ী মা শিক্ষাবিদ রহিমা ওয়াদুদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ করেন।
চাঁদপুর সরকারি কলেজের শোক :
ভাষা সৈনিক এম এ ওয়াদুদ এর সহধর্মিণী এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম পি মহোদয়ের রত্নগর্ভা মা শিক্ষাবিদ রহিমা ওয়াদুদ শনিবার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে। মহান আল্লাহ তায়া’লা তাঁকে জান্নাতবাসী করুন।মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের শোক :
মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম. পি মহোদয়ের রত্নগর্ভা মা ও শিক্ষাবিদ রহিমা ওয়াদুদ ৬ মে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুতে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান ও কলেজের শিক্ষকগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। অধ্যক্ষের নেতৃত্বে সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। মহান আল্লাহ্ তাঁকে জান্নাতবাসী করুন।মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জেলা গণফোরামের শোক:
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদ সাহেবের সহধর্মিণী, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির ‘মাতা’ রহিমা ওয়াদুদের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড; সেলিম আকবর সহ অন্যান্য নেতৃবৃন্দ । এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।