বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে এ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক ॥

সকল শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব টিকা সপ্তাহ -২০২২ পালন উপলক্ষে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিস , চাঁদপুর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন ,চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা.সাজেদা পলিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, ডাক্তার,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ।

সভায় বক্তারা বলেন, টিকা শিশুর অধিকার। টিকা শুধু রোগ প্রতিরোধই করে না, টিকা গ্রহনের মাধ্যমে শিশু ঐ রোগ থেকে সুরক্ষিত থাকে। ফলে রোগের চিকিৎসায় অনর্থক সময়, কর্মক্ষমতা ও ব্যয় হ্রাস পায়, যা সামগ্রিকভাবে জাতীয় প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে।

বক্তারা বিশ্ব টিকা সপ্তাহ সফল করতে নীতিনির্ধারক,স্বাস্থ্য সেবাদানকারী, পেশাজীবী এবং বেসরকারি সংস্থার প্রত্যেককে টিকাদানের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা গড়ে তোলার আহবান জানান।

Loading

শেয়ার করুন: