বিশ্ব পানি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পানি দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ এপ্রিল জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড-এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত নগরীর গ্রিন রোডের পানি ভবনের মূল ভার্চুয়ালি যোগ দেন।

শেখ হাসিনা বলেন, আমাদেরকে বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভে জলাধার নির্মাণের ওপর বিশেষ নজর দিতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে খাল, বিল, হাওর ও বাওড়ের সাথে নদীর সংযোগবিন্দু সমূহ খুলে দেয়ার নির্দেশ দিয়ে বলেন তা না হলে নদীর নাব্যতা ক্ষতিগ্রস্ত হবে। তিনি এ সকল বিষয় বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বরোপ করেন।

চাঁদপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলো জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন,পানি উন্নয়ন বোর্ড,চাঁদপুর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Loading

শেয়ার করুন: