বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার্থে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে :পিআরএল সিনিয়র সচিব

আবদুল কাদির :

ফরিদগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামে এ সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (সদ্য পিআরএল) মো. নুরুল আমিন এর নিজস্ব অর্থায়নে ১৪ টি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে এ সকল উপহার তুলে দেওয়া হয়।

উপহার প্রদান পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সচিব নুরুল আমিন বলেন, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান সর্বাধিক। তাদের আত্মত্যাগই মুক্তিযুদ্ধকে সফল পরিসমাপ্তির পথে ধাবিত করেছে। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার্থে এবং তাঁদের সর্বোচ্চ স্বীকৃতি প্রদানে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সচিব মো. নূরুল আমিন এর পিতা প্রাক্তন শিক্ষক মো. সামছুল হক, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক আবু হাসনাত নয়ন পাটওয়ারী, ৪নং সুবিদপুর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জসিম উদ্দিন আনসারী মিন্টু।

এ সময় আরো উপস্থিত ছিলেন শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম মিজানুর রহমান, সমাজ সেবক মো. শাহ আলম গাজী, আবদুল জলিল ঢালী প্রমূখ।

Loading

শেয়ার করুন: