ভেন্ডারদের নির্দিষ্ট বসার স্থান করে দিলেন চাঁদপুরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের জেলা প্রশাসকের আরেকটি প্রশংসনীয় উদ্যোগ। জেলা প্রশাসক কার্যালয়ের নীচতলার বারান্দায় ও আশাপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে কাজ করতেন ভেন্ডররা। নির্দিষ্ট বসার স্থান তৈরী করে দিয়ে তাদের এই কষ্ট লাঘব করলেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি)অঞ্জনা খান মজলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট)জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন খালি জায়গায় নির্মিত ভেন্ডরদের বসার স্থান উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এই কাজের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,এর আগে ভেন্ডরদের বসার স্থান না থাকায় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন উন্মুক্ত স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসতেন এবং রোদ বৃষ্টিতে কষ্ট করতেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাদের কষ্ট লাঘব করতে তাদের নিরাপদে বসার জন্য শেড নির্মাণের ব্যবস্থা করে দিয়েছেন।

Loading

শেয়ার করুন: