মতলবে এমপির ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন

আক্তার হোসেন:

চাঁদপুর-২ আসনের সাংসদ এডভোকেট নূরুল আমি রুহুল মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শণ করেন। ২০ ডিসেম্বর শনিবার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারীখোলা মৌজায় নির্মাণাধীন ২৩ টি ঘরের কাজের অগ্রগতি বিষয় দেখতে তিনি সরেজমিনে পরিদর্শণে যান।

জানা যায়,”আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”এ লক্ষ্যকে সামনে রেখে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য এ ঘরগুলো নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন,সহকারী কমিশনার(ভূমি)নুশরাত শারমিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.মোফাজ্জল হোসেন,প্রকৌশলী মোঃ জাকির হােসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিমসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: