মতলবে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ৩০ হাজার মাস্ক জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর

মতলব প্রতিনিধি॥

মতলব দক্ষিণ উপজেলায় সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম মোহনের ৩০ হাজার মাস্ক জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তর প্রধানের কাছে হস্তান্তর করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে এ মাস্কগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

এ সময় উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহান উদ্দিনসহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানে গত ১৩ ফেব্রুয়ারী শনিবার মাস্ক বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

Loading

শেয়ার করুন: