মতলবে ব্যবসায়ীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কলাদি ঘোষ পাড়া এলাকায় ব্যবসায় অংশীদার করবে বলে টাকা নিয়ে আত্মসাৎ করায় মাহাবুবুর রহমান মামুন নামে ব্যবসায়ীকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর চাঁদপুরের সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এই রায় দেন।

কারাদন্ড প্রাপ্ত মামুন মতলব দক্ষিণ কলাদি ঘোষ পাড়ার আব্দুল মান্নান বকাউলের ছেলে।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারী মামলার বাদী শামছুন্নাহার এর স্বামী আব্দুল কাদের এর কাছ থেকে মামুন ব্যবসায়ীক অংশীদার করবে মর্মে নগদ টাকা ও চেকের মাধ্যমে ৮ লাখ ৯০হাজার টাকা নেন। এরপর ব্যবসাও শুরু করেন। কিন্তু ৭ মাস অতিবাহিত হওয়ার পর আব্দুল কাদের জানতে পারেন তাকে ব্যবসায়ীক অংশীদার করা হয়নি। তারা সকল টাকা আত্মসাৎ করা হয়েছে।

বিষয়টি মিমাংসার জন্য স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস বৈঠক হয়। কিন্তু কোন সুরাহা হয়নি।

যার ফলে আব্দুল কাদের এর স্ত্রী শামসুন্নাহার ২০১৬ সালের ২২ মার্চ মামুনকে আসামী করে মামলা করেন। সেই মামলা দীর্ঘ বছর স্বাক্ষ্য প্রমান ও নথি পর্যালোচনা করে আদালত এই রায় দেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম হালিম পাটওয়ারী এবং আসামী পক্ষের আইনজীবী ছিলন অ্যাডভোকেট আবু তাহের পাটওয়ারী।

Loading

শেয়ার করুন: