
আক্তার হোসেনঃ
মতলব দক্ষিণের নায়েরগাঁও বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স ব্যতীত পশুর ভিটামিন ঔষধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।
১১ ডিসেম্বর রবিবার দুপুরে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা যায়,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের পরিমল ফার্মেসী মালিককে ২ হাজার ও মা মেডিকেল হল মালিককে ২ হাজার ও লাইসেন্স ব্যতীত পশুর ভিটামিন ওষুধ বিক্রির অভিযোগে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইনে সেবা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, জনগণের কল্যাণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।