মতলবে ভ্রাম্যমান আদালতে ১০ জনকে জরিমানা

আক্তার হোসেন:

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধানে জনগণকে সচেতনতার লক্ষ্যে মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার( ভূমি) নুশরাত শারমিন মাস্ক পরিধান না করা,অস্বাস্থ্যকর ভোজ্য তেল বিক্রি করা, উৎপাদনের তারিখবিহীন জারে মধু বিক্রির অপরাধে ১০ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেন।

এসময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, এএসআই মোঃ রফিকসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন বলেন,করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: