মতলবে স্বেচ্ছাসেবীদের মাঝে ইউএনও’র গামবুট বিতরণ

আক্তার হোসেন:

মতলব দক্ষিণ সদর বাজারে প্রবেশের ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীদের মাঝে গামবুট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। ২২ জুন সোমবার বিকালে উপজেলা চত্বরে ২৫ জন স্বেচ্ছাসেবীর মাঝে এ গামবুট প্রদান করা হয়।

জানা যায়, করোনা ভাইরাস বিস্তার রোধে গণসচেতনতা বৃদ্ধি এবং মতলব বাজারে আসা সকল মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয় করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে একদল তরুণ স্বেচ্ছাসেবী। রোদ-বৃষ্টি আর রাস্তায় থাকা কাদা-পানিতে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় তাদের। নিঃস্বার্থ এই তরুণ স্বেচ্ছাসেবীদের সুবিধার জন্য উপজেলা নির্বাহী অফিসার তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালনের জন্য ২৫ জোড়া গামবুট দেন। এই সকল গামবুট নির্বাহী কর্মকতার প্রতিনিধি হিসেবে স্বেচ্ছাসেবীদের কাছে প্রদান করেন উপজেলা পরিষদের সিএ মোঃ রিয়াজ সরকার।

উপজেলা নিবার্হা কর্মকর্তা ফাহমিদা হক বলেন, তরুণ এই স্বেচ্ছাসেবীরা কোভিড-১৯ বিস্তার রোধে কাজ করে যাচ্ছে। তাদের সুরক্ষা প্রদানের জন্য এই গামবুট প্রদান করা হলো। সেই সাথে এ কাজে তাদের উৎসাহ এবং সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।

Loading

শেয়ার করুন: