মতলব উত্তরে ইউনিয়ন শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন

মনিরা আক্তার মনি :

চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন পাটোয়ারী।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের রাজনীতিতে উশৃঙ্খল ব্যাক্তির কোন স্থান নাই। আওয়ামীলীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। এই সরকারের প্রতিনিধিত্ব করবে শ্রমিক সেক্টরে শ্রমিক। এতে যদি কেউ বাহিরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়,এর সঠিক জবাব জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং কর্মীরাই দিবে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি ইউনিয়ন, থানা ও উপজেলা পর্যায়ে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। এছাড়া এ সরকারের আমলে আমাদের দেশ নি¤œ আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। আওয়ামীলীগ সরকার ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে ইউনিয়ন শ্রমিকলীগ শক্তিশালী প্রদক্ষেপ পালন করবে।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন শিশিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম,

আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মিলন সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক আ. রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগ নেতা তাহসিন আহমেদ, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল বাবু।

এ সময় আওয়ামীলীগ নেতা মনির হোসেন, শফিকুর ররহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আ. রহিম প্রধান, যুবলীগ নেতা অহিদুজ্জামান মুকুল, শামীম গাজী, মহানগর দক্ষিণ তাঁতীলীগ নেতা ইব্রাহিম, উপজেরা ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ ছোটন, স্বেচ্ছাসেবকলীগ নেতা তাজুল ইসলাম, যুবলীগ নেতা জসিম উদ্দিন প্রধান, গোলাম কাদির, আ. ছাত্তার প্রধান, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা নুর মোহম্মদ শাকিল মিজি’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা আহবান করেন। সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩জন প্রার্থীতা ঘোষণা করেন। প্রতিটি পদের বিপরীতে একাধীক প্রার্থী হওয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।

Loading

শেয়ার করুন: