মতলব উত্তরে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

মতলব উত্তর প্রতিবেদক:

মতলব উত্তরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মদিনা আক্তার নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে ঢাকায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

তিনি জানান, শিশু মদিনা ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার গ্রামের বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

মদিনার মা ময়না জানান, মদিনা কোথাও বেড়াতে যায়নি। গ্রামের বাড়িতেই সে জ্বরে আক্রান্ত হয়। দুই ভাই-বোনের মধ্যে মদিনা বড়। তার বাবা মিজানুর রহমান মধ্যপ্রাচ্যে থাকেন। এর আগে গত রবিবার রাতে জেলার মতলব দক্ষিণের নাগদা গ্রামের লাভলী আক্তার নামে এক নারী ডেঙ্গু রোগী ঢাকায় মারা যান।

Loading

শেয়ার করুন: