মতলব উত্তরে দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বিকালে ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্পতি ইউপি নির্বাচন নিয়ে কলাকান্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদে মেহেদী হাসান ও আরিফ ছৈয়াল নির্বাচন করেন। ওই ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়নি। আরিফ নৌকা সমর্থিত কর্মী ছিলেন পাশাপাশি মেম্বার পদে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান মেম্বার পদে নির্বাচিত হন। তাদের মধ্যে সেই থেকে দ্বন্দ্ব চলে আসছে। গত ৭ এপ্রিল তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য মেহেদী হাসান বাদী হয়ে আরিফ সহ ৮/১০ জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেন। পরদিন ৮ এপ্রিল আরিফের বাড়িতে অতর্কিত হামলা করে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফও প্রতিপক্ষের বিরুদ্ধে কোর্টে মামলা করেন।

এর সূত্র ধরেই রোববার বিকালে পুনরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় ইউপি সদস্য মেহেদী হাসানের বৃদ্ধ পিতা সিরাজুল গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, ওই ব্যক্তি হয়তো পথিমধ্যে মৃত্যুবরণ করেছেন। তাকে মৃত অবস্থায় এনেছেন। আমরা কোন চিকিৎসা দিতে পারিনি। তবে মারাত্মক কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হয়তো দুই গ্রুপের টানা হেচড়ার মধ্যে পড়ে যায় বৃদ্ধ লোকটি। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading

শেয়ার করুন: