মতলব উত্তরে ধান উৎপাদন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

মনিরা আক্তার মনি:

চলতি রোপা আমন মৌসুম মতলব উত্তর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে আমন ধান কাটা। কৃষকরা ফলনও ভালো পেয়েছেন। ফলন ভালো পাওয়ায় তাই কৃষকের মুখে ফুটেছে সোনালি হাসি।

মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এ নমুনা শস্য কর্তনে অংশগ্রহণ করেন উপ-পরিচালক (কো-অর্ডিনেশন) রতন চন্দ্র দে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল খান পাপ্পু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সায়েদুল আলম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মজিবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।

উপজেলার কৃষক আমান উল্লাহ জানান, এবছর ধানের ফলন ভালো হয়েছে। এছাড়া ধানের খড়ও এখন গো খাদ্য হিসেবে বেশি দামে বিক্রি করতে পারছে তাতেও বেল লাভবান হচ্ছেন তারা।

উপজেলার নাউরী গ্রামের কৃষক ফয়েজ আহম্মদ জানান, ধান পেকেছে, ধান কাটা শুরু করেছি। ফলনও ভালো পাচ্ছি। দামও বেশ ভালো।

একই এলাকার কৃষক আবদুল করিম ভূইয়া,আমি আউশ ধানের চাষ করেছি। এ ধান আগাম পাকে। ধান পেকেছে। কাটতে শুরু করেছি। এবার ধানের ফলন ভালোই পাচ্ছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (কো-অর্ডিনেশন) রতন চন্দ্র দে জানান, এবছর আবহাওয়া ভালো থাকায় পোকা-মাকড়ের সংক্রমণ দেখা যায়নি। ফলে উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।
তিনি আরো বলেন- এ চাষ সফল করার লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিকদের মাঝে উন্নত জাতের বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেছে।

এছাড়া, বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় ঋণ সহায়তা প্রদান করেছে।

Loading

শেয়ার করুন: