মতলব উত্তরে পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

মনিরা আক্তার মনি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় গণিত ও ইংরেজি শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত পাঠদান নিশ্চিতকরণের লক্ষ্যে মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৪ জুন থেকে ১৬ জুন তিনদিন চলবে এই কর্মশালা। এতে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহন করেন।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে এই কর্মশালা বাস্তবায়ন করছে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটি।

সোমবার উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ’সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: