মতলব উত্তরে বাজার মনিটরিং ॥ জরিমানা আদায়

মতলব উত্তর ব্যুরো:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার এর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এসময় তেল, ছোলা, ডাল, পিঁয়াজ লবন সহ তরমুজের বাজার সরেজমিন গিয়ে যাচাই বাছাই করা হয়।

যাচাই-বাছাই গেলে দেখা যায় যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। বেশ কিছু অনিয়মের’ অভিযোগে ৩ জন দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৮ এর ৩৮ ও ৫৩ ধারায় ৬৫০০ জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী একজনকে ১০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: