মতলব উত্তরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো:

বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান, সিনিয়র সাংবাদিক শামসুজ্জামান ডলার, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মহিলা সমাজ উন্নয়ন নেত্রী লাভলী আক্তার, প্রশিক্ষণার্থী শিল্পী আক্তার, শিক্ষার্থী হাবিবা আক্তার।

প্রধান বক্তা বলেন, নারী জাগরণে বেগম রোকেয়ার সাহসিকতা বন্ধ হয়েছিল যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ নানা সামাজিক ব্যাধী। বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। নারী-পুরুষ সভায় মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

Loading

শেয়ার করুন: