
মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তর উপজেলায় জাতীয় এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. এমরান হোসেন খান।
আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর নবী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, ভিটামিন এ ক্যাপসুল থেকে যেন কোন শিশু বাদ না পড়ে সে লক্ষ্যে এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন পরিকল্পনা সভার আয়োজন। এছাড়া এলাকায় মাইকিং করেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয় প্রচার করা হবে।