মতলব উত্তরে ১৫ কেন্দ্র টিকা দিতে প্রস্তুত

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম চলবে আজ শনিবার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ছেংগারচর পৌরসভা ও ১৪ ইউনিয়নে টিক দেওয়া হবে। এদিন প্রতি ইউনিয়নে ৬০০ জন টিকা নিতে পারবেন।

প্রথমে এই কার্যক্রম তিন দিন চলার কথা ছিল এবং প্রতি ইউনিয়নে ৬০০ নাগরিককে করোনার টিকা দেওয়ার কথা থাকলেও গত বুধবার স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় এ কার্যক্রম শুধুমাত্র ৭ আগস্ট চলবে এবং প্রতি ইউনিয়নে ৬০০ নাগরিককে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, আজ শনিবার থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদে অবস্থিত টিকাদান কেন্দ্রে ১৮ বছরের ঊর্ধ্বে যাদের এনআইডি কার্ড আছে তারা টিকা নিতে পারবেন। ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিককে অবশ্যই জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত হয়ে টিকা নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন সহায়তা করবেন। এই দিন উপজেলার ইউনিয়নে পরিষদ কমপ্লেক্স চত্বরে টিকাদান কার্যক্রম চলবে।

Loading

শেয়ার করুন: