মতলব খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় করায় জরিমানা

মতলব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর উত্তর পাড় খেয়াঘাটের ৪ জন টোল আদায়কারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ আগস্ট রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ফাহমিদা হক।

মতলব খেয়াঘাটের উপর দিয়ে যাতায়াতকারীদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত অর্থাৎ মাথাপিছু ৩ টাকার স্থলে ৫ টাকা করে আদায় করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযানে যান ইউএনও ফাহমিদা হক।

অভিযোগ সত্যতা প্রমানিত হওয়ায় ঘাটে থাকা খোরশেদ আলম,তামিম,রওশন আলী ও নাজিরসহ ৪ জনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার সেকেন্ড অফিসার (এস.আই) হাবিবুর রহমান,ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম।

Loading

শেয়ার করুন: