মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী

মো.আকতার হোসেন:

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে বেসরকারী ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এইচ এম কবির আহমেদ বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বি এইচ এম কবির আহমদ ১ লাখ ৪ হাজার ৪শ ২৭ ভোট পেয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম এ শুক্কুর পাটোয়ারী ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ৮শ ১০ ভোট পেয়েছেন। তিনি নির্বাচন প্রচারণার শেষ দিনে প্রেস রিলিজের মাধ্যমে নির্বাচন বয়কট করেছিলেন।

জানা যায়, নির্বাচনে ৫৭ টি কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ১শ ৮১ জন ভোটার ছিল। চলতি বছরের ১২ মার্চ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দীনের মৃত্যুতে পদটি শূন্য হয়।

নির্বাচনের রিটার্ণিং অফিসার মোজাম্মেল হোসেন বলেন, উপজেলা উপ- নির্বাচন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তি শৃঙ্খল পরিবেশে সমপন্ন হয়েছে। এজন্য আমি রাজনৈতিক দল, ভোটার ও আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন কাজে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে বিজয়ী প্রার্থী বি এইচ কবির আহমদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমার এ বিজয়, জনগণের বিজয়। আমি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাদক নির্মূলে সচেষ্ট থাকবো। আমি যেন সততার সাথে দায়িত্ব পালন করতে পারি এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।

Loading

শেয়ার করুন: