মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার প্রশিক্ষণ সম্পন্ন

মতলব দক্ষিণ প্রতিনিধি :

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উদ্যোগে তিনদিন ব্যাপী ব্রতচারী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মেলার সভাপতি মাকসুুদুল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,মেলার সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম,মেলার প্রবীন সদস্য মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান,কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ব্রচতারী প্রশিক্ষক ইথার মুরশিদ ,মেলার প্রবীন সদস্য ফারুক বিন জামান,মেলার সাবেক সহ সভাপতি অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল প্রমুখ।

এসময় মেলার প্রবীণ সদস্য এস এম সেলিম,কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ মোস্তফা কাদরী,কচিকাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবাহান, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তার হোসেন , সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন , যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক , দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মতলব প্রতিনিধি সমীর ভট্টাচার্য বলু প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপী ব্রতচারী প্রশিক্ষণে ৭৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন কেন্দ্রীয় কচি- কাঁচা মেলার প্রশিক্ষক ইথার মুরশিদ জান্নাত আরা পুস্প, ইরা আশরাফী। প্রশিক্ষণের প্রধান সমন্বয়ক ছিলেন নাছির আহমেদ সরকার। পরে অতিথিগণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Loading

শেয়ার করুন: