
নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে ১ হাজার ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলার আলু বাজার ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করা হয়।
বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদরের আলু বাজার ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে চাঁদপুরগামী ০১ টি স্টিলবডি তল্লাশি করে ১০২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশকৃত চিংড়ি মাটিকে পুঁতে বিনিষ্ট করা হয়।