মুজিববর্ষে বছরব্যাপী কর্মসূচি পালন করবে চাঁদপুর জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক:

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, মুজিববর্ষ পালনে বছরব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করবে চাঁদপুর জেলা পরিষদ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, বঙ্গবন্ধু তোরণ নির্মাণ, বঙ্গবন্ধু লাইব্রেরি স্থাপন, বিশেষ সেমিনার, আলোচনা সভা, মিলাদ ও দোয়া, বঙ্গবন্ধুর ্আত্মজীবনীমূলক বই বিতরণ, গণভোজসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হবে এই বর্ষে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হোক মুজিববর্ষের মূল লক্ষ্য। আসুন আমরা সবাই মিলে জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করি এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করি।

তিনি সোমবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ জসিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রতœা, সদস্য যথাক্রমে মিনহাজ উদ্দিন, মো. আল-আমিন ফরাজী, মোঃ সাইফুল ইসলাম রিপন, মো. মশিউর রহমান মিটু, মো. রফিক আহমেদ তালুকদার, মো. বিল্লাল হোসেন, মো. তুহিন খান, মো. জোবায়ের হোসেন, মহিলা সদস্য যথাক্রমে ইয়াসমিন, খোদেজা রহমান, জোবেদা মজুমদার খুশি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমান, উচ্চমান সহকারী আ. কুদ্দুছ ভাট প্রমুখ।

Loading

শেয়ার করুন: