মেঘনায় ১৫ বাল্কহেড জব্দ, আটক ৪৫

নিজস্ব প্রতিনিধি॥

চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী ১৫টি বাল্কহেড জব্দ করেছে নৌপুলিশ। সোমবার রাত ৯টা থেকে মধ্যরাত থেকে এই অভিযান চলে চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর ও তার আশপাশের এলাকায়। এ অভিযানে ৪৫ জনকে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সফিকুল ইসলামের নির্দেশনায় রাতের বেলায় নৌপথ নিরাপদ ও দুর্ঘটনারোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ১৫টি বাল্কহেডসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে নৌ থানা চাঁদপুরসহ চারটি ফাঁড়ির সদস্যরা একযোগে অংশ নেন।

তিনি জানান, চাঁদপুরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর সেগুলো পরিবহনেও ব্যবহার হচ্ছে অনেক অবৈধ বাল্কহেড। প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক দিয়ে না চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের বেলা বালুবাহী বাল্কহেডগুলো চলাচল করে। এতে করে যাত্রীবাহী লঞ্চসহ অন্যান্য নৌযান দুর্ঘটনার কবলে পড়ছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Loading

শেয়ার করুন: