মেঘনা পাড়ে জাটকার আড়তে নৌ পুলিশের হানা

মাসুদ রানা।।

চাঁদপুরে জাটকা রক্ষায় পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেছে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের ৬টি টিম। অভিযানকালে সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর এলাকায় অস্থায়ীভাবে গড়ে উঠা জাটকা বিক্রির আড়ৎ ভেঙে দেয় পুলিশ। ওই আড়ৎগুলোতে তখন মাছ সংরক্ষণের বরফও পাওয়া যায়।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টায় অভয়াশ্রম এলাকায় বের হওয়া অভিযানে নেতৃত্বদেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান।

অভিযানকালে জব্দকৃত কারেন্টজাল ওই এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের টের পেয়ে মাছ ধরার নৌকা রেখে অনেক জেলে পালিয়ে যায়। নদীতে পেতে রাখা জালগুলো উদ্ধার করে অভিযানে থাকা নৌ পুলিশের টিম। সাংবাদিকদের উপস্থিতিতে এই বিশেষ অভিযান শেষ হয় দুপুর ১২টার দিকে।

অভিযানে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামানসহ চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ ফাঁড়ির ইনার্চজগণ উপস্থিত ছিলেন। অভিযানে নৌ পুলিশের প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহন করে।

এর আগে গত ২৪ ঘন্টায় অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন নৌ পুলিশ ১৯জন জেলেকে আটক করেন। এর মধ্যে ১৭ জেলের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। দুইজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিন্মায় ছেড়ে দেয়া হয়।

জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরসহ দেশের ৫ অভয়াশ্রম এলাকার নদীতে সব ধরণের মাছ আহরণ, বেচা-কেনা, মওজুদ ও পরিবহণ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।

Loading

শেয়ার করুন: