মেঘনা মোহনায় ৭ বাল্কহেডকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় ৭টি বাল্কহেডকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১০ আগস্ট রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।

আদালত সূত্রে জানায়, বর্ষা মৌসুমে মেঘনায় মোহনায় বাল্কহেড চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। যার কারণে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ সময়ে বাল্কহেড চলাচল নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় এই অর্থদন্ড দেয়া হয়েছে।

এছাড়াও একই ভ্রাম্যমান আদালত নিউ আল বোরাক নামে লঞ্চে ফার্স্টএইড বক্সে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার কারণে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

Loading

শেয়ার করুন: