যুব সমাজকে মাদক থেকে বিরত রাখা সম্ভব :নুর হোসেন পাটওয়ারী

মাহমুদুল মতিন:

হাইমচর উপজেলা ৫ নং হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫ ফেব্রুয়ারি শুক্রবার, বেলা ২ টায় সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মাঠে ফাইনাল খেলায়
প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী বলেন প্রতিটি মানুষের খেলাধুলা প্রয়োজন, অবসর থাকলে মাদকে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধূলা এবং বিনোদনে মনোনিবেশ হয়ে মাদক থেকে বিরত থাকুন।

এসময় তিনি আয়োজকদের খেলাধূলা সামগ্রী কেনার জন্য ৫০ হাজার টাকার ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, ১ নং গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, ৩ নং দঃ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেম্বার আলী আহমেদ দেওয়ান, আঃ হক মোল্লা, বাচ্চু সরকার, রেহান উদ্দিন গোল্দার, ছৈয়দ হাওলাদার প্রমুখ।

সাহেবগঞ্জ ক্রিকেট কাউন্সিল এর আয়োজনে ফাইনালে অংশগ্রহণ করেন সাহেবগঞ্জ তরুন ক্রিকেট একাদশ ও সাহেবগঞ্জ একাদশ। খেলা পরিচালনা করেন আল আমিন সরকার ও মিলন মিঝি।

Loading

শেয়ার করুন: