‘রত্নাগর্ভা’পুরস্কার পেলেন চাঁদপুর সদর নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার মা

নিজস্ব প্রতিবেদক:

‘রত্নাগর্ভা’ পুরস্কার পেয়েছেন জাতীয় জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার মা সেলিনা বেগম।৭ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে তিনি ‘রত্নাগর্ভা’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এর পূর্বে ২০১৫ সালে মা দিবসে অ্যাওয়ার্ড পান তিনি। গ্রামের একজন সাধারণ নারী হয়ে নিজ সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বীকৃতি হিসেবে দু’-দু’বার ‘রত্নাগর্ভা’ পুরস্কার লাভ করলেন তিনি।

নওগাঁ জেলার পন্তিতলা উপজেলার প্রত্তন্ত এলাকার একটি গ্রামের নাম নাজিরপুর। সে গ্রামেরই একজন সুনামধন্য মুসলিম পরিবারের সন্তান মো. আব্দুল করিম। তারই স্ত্রী সেলিনা বেগম। গ্রামের একজন সাধারণ নারী হয়েও নিজ সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার বিরল দৃষ্টান্ত স্থাপণের স্বীকৃতি স্বরূপ এ ‘রত্নাগর্ভা’ সম্মাননা লাভ করেছেন তিনি।

সেলিনা বেগমের ৫ সন্তান, পাঁচ জনই বিসিএস ক্যাডারে উন্নিত হয়ে সরকারের বিভিন্ন উচ্চ পদে চাকুরী করছেন সুনামের সাথে। তার সন্তানদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা একজন।

সদর নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, তাঁরা ৩ বোন ২ ভাই । বড় বোন কামরুন্নাহার তিতুমির কলেজের রসায়ন বিভাগের প্রফেসর, ভাই মো. জাহান তিনি রাজশাহী ইউনির্সিটিতে অধ্যাপনা করছেন, বোন কুলসুম নাহার ঢাকা ডেন্টাল কলেজের সার্জন হিসেবে কর্মরত রয়েছেন এবং ছোট ভাই কামরুজ্জামান বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে পিডাব্লিউওডিতে কর্মরত রয়েছেন

Loading

শেয়ার করুন: