শাহজাহান শিশিরের নি:শর্ত মুক্তির দাবীতে কচুয়ায় বিক্ষোভ

আলমগীর তালুকদার ॥

উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শাহজাহান শিশিরের নি:শর্ত মুক্তির দাবীতে কচুয়ার বিভিন্নস্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টে¤র বুধবার বিকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল কচুয়া পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কচুয়া উত্তর বাজারে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তাগন বলেন ষড়যন্ত্রমূলক ভাবে আইসিটি মামলা দিয়ে দুবারের বিপুল ভেটে নির্বাচিত উপজেলা পরিষদের সায়িক বরখাস্ত চেয়ারম্যান শাহজাহান শিশির ৩মাস ১২ দিন কারাবরণ করেছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করে অচিরেই তাঁর মুক্তির দাবী জানান।

এদিকে শাহজাহান শিশির পুনরায় জেল হাজতে প্রেরণের সংবাদে কচুয়া উপজেলার কচুয়া পৌরসভা,আশাফপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়া পৌরসভার সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য মো: জোবায়ের হোসেন,গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম,উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু,সদস্য আহসান হাবিব,পৌর যুবলীগের সহ-সভাপতি আলী আক্কাছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন টিটু,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ,পৌর স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক ইয়াছিন স¤্রাট,পৌর শমিক লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্ছু ছাত্রলীগ নেতা ইমাম হোসেন,শাহদাত হোসেন প্রমূখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী সমর্থক বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে।

প্রসংগত: ঢাকার ধানমন্ডি থানায় শাহজাহান শিশিরের বিরুদ্ধে গত ডিসেম্বরে দায়েরকৃত আইসিটি মামলা হয়। ওই মামলায় শাহজাহান শিশির উচ্চ আদালত থেকে ডিসেম্বরে জামিন নিয়েছিলেন। ১ সেপ্টেম্বর বুধবার ঢাকার জর্জকোর্টে শাহজাহান শিশির হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত শাহজাহান শিশিরের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

Loading

শেয়ার করুন: