
মেঘনা বার্তা ডেস্ক ॥
পবিত্র ঈদুল ফিতরের রাতে চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে মিনি টি-টোয়েন্টি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার এ আয়োজন ঈদ আনন্দকে কয়েকগুন বাড়িয়ে দিয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন।
রাত নয়টায় খেলা উদ্বোধন করেন উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল মামুন খান।
খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালি জিলা স্কুলের শিক্ষক আমির হোসেন গাজী, পুলিশের এসআই আমিনুল ইসলাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম বাসেত পাটওয়ারী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা চৌধুরী, আনোয়ার হোসেন খোকা প্রমুখ।
দুইটি দলের চমৎকার এ খেলায় এক দলে অধিনায়ক ছিলেন সাজ্জাদ হোসেন সায়মন,অপর দলের অধিনায়ক ছিলেন রাকিবুল হাসান।