শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ

চাঁদপুরের শাহারাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজিং মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার সাহপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন খামপাড়া গ্রামের মাদ্রাসার দক্ষিণ পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ভরাট করার এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে
সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনা পেয়ে সরেজমিনে গিয়ে ড্রেজার ও ফাইভ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে রায়শ্রী উত্তর ইউনিয়নের খানপাড়া মাদ্রাসার পাশে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা ইউনিয়ন সরকারি (ভূমি) কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।

উপজেলার সাহপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন খামপাড়া গ্রামের মাদ্রাসার দক্ষিণ পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ভরাট করার এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি)শাহরাস্তি মহোদয়ের নির্দেশনা পেয়ে সরেজমিনে গিয়ে ড্রেজার ও ফাইভ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে ড্রেজার মেশিন ড্রেসিং করার দায়ে ফাইভ উচ্ছেদ ও মেশিন জব্দ করেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।

এ বিষয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে ড্রেজার মেশিন জব্দ করেন। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: